মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে রাজধানীতে শুরু জামায়াতসহ ৮ দলের সমাবেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
পল্টনে সমাবেশ করছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা।
expand
পল্টনে সমাবেশ করছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( দুপুর ২টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। এর মধ্যেই পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে।

রাজধানীর পল্টন, প্রেসক্লাব, বিজয় নগর, বায়তুল মোকাররম পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়।

এসময় ৮ দলের নেতাকর্মীরা ‘নভেম্বরেই গণভোট-দিতে হবে, দিয়ে দাও’, ‘জুলাই সনদ বাস্তবায়ন-করতে হবে করতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।

এর আগে কুরআন তেলওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। কুরআন তেলওয়াতের পর দুটি ইসলামী সংগীত পরিবেশন করেন নেতাকর্মীরা।

আন্দোলনকারী ৮টি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ইতোমধ্যে সমাবেশ মঞ্চে অবস্থান নিয়েছেন দলগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন