সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের আমিরকে চরমোনাই পীরের শুভেচ্ছা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনর্নির্বাচিত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (২ নভেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ডা. শফিকুর রহমান তার দ্বীনি চেতনা, বিচক্ষণতা ও নেতৃত্বের দক্ষতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার নেতৃত্ব জামায়াতে ইসলামীসহ দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি আশাবাদী।”

চরমোনাই পীর আরও বলেন, “বয়সের সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি যে উদ্যম ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা ভবিষ্যতের বাংলাদেশের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে আল্লাহর রহমত কামনা করি।”

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত অভ্যন্তরীণ নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন ডা. শফিকুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন