

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে আলোচনার টেবিলে বসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উন্মুক্তভাবে আলোচনা করার আহ্বান জানিয়েছে।
দলের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এখন প্রয়োজন জাতির স্বার্থে সমঝোতা ও যৌথ উদ্যোগ।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
“জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো বিরোধে জড়াতে চায় না। এখন যা-ই হোক, সেটি বন্ধ করা উচিত। আসুন, আমরা একসঙ্গে বসি এবং দেশের এই সংকটময় পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন।
তিনি আরও জানান, রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না।
তাহের আরো বলেন, আগামীকাল সোমবার আমাদের দলীয় বৈঠক হবে, সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, বিএনপিকে এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়নি, তবে আজ আমরা এই প্রস্তাবটি গণমাধ্যমের মাধ্যমে জানাচ্ছি। দেখি, বিএনপি কীভাবে প্রতিক্রিয়া জানায়।
মন্তব্য করুন
