

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই যুগ শ্রেষ্ঠ বিজ্ঞানী তৈরি হবে। বর্তমান সময়ে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে এখান থেকেই ওমরের উত্তরসূরী বের হয়ে পৃথিবীকে নেতৃত্ব দেবে।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ মালেক অডিটোরিয়ামে কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ ড. হেফজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ মু'তাসিম বিল্লাহ শাহেদী।
ক্বারী তাওহিদুল ইসলাম তানিমের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন টাকসুর জিএস মুহাম্মদ সাইদুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করতে টিশার্ট, ব্যাজ ও চাবির রিং উপহার হিসেবে বিতরণ করা হয়।
প্রধান আলোচক ড. হেফজুর রহমান বলেন, ‘নৈতিকতা, আদর্শ ও জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। প্রতিটি কাজে পড়াশোনার পাশাপাশি নিয়মানুবর্তিতা বজায় রাখা জরুরি।” বিশেষ অতিথি মুহাম্মদ মু'তাসিম বিল্লাহ শাহেদী বলেন, “বিশ্বজুড়ে তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনে তোমরাও সেই ধারাবাহিকতায় বেড়ে উঠবে এবং জাহিলিয়াতের মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে।’
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ইকবাল কবির জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে টাকসু বিভিন্ন ক্লাব কার্যক্রম চালু করেছে।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত সাংস্কৃতিক পর্ব, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী এডভোকেট রুকুনুজ্জামান ও তুরাগ শিল্পীগোষ্ঠী। গজল ও ইসলামি নাট্যের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দুপুর ১টায় নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
