শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী ডা. শফিকুর রহমানের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশ পরিচালনার দায়িত্ব দেশপ্রেমিক শক্তির হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে ডা. আমেনা বেগম বলেন, যাদের হাতে দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত, সেই দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি হযরত উমর (রা.)-এর উদাহরণ টেনে বলেন, সেই ধরনের আল্লাহভীরু, ফরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতা নির্বাচন করতে হবে।

ডা. আমেনা বেগম বলেন, বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী ১২ তারিখ আমরা ভোটকেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী বাছাই করে নেব। যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে।

এ সময় ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ভোট চান তিনি।

একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।

এ সময় কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X