শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
জামায়াত আমিরকে নিয়ে শিশুদের উচ্ছ্বাস
expand
জামায়াত আমিরকে নিয়ে শিশুদের উচ্ছ্বাস

বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।

বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কাফরুল হাইস্কুল থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ২০১৮ সাল থেকে এই এলাকায় জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং এটি কোনো নতুন বিষয় নয়। যেহেতু এই এলাকা থেকে নির্বাচন করছি, সেজন্য এই এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, সবাই যেন সুন্দর, ভদ্র এবং সুশৃঙ্খলভাবে প্রচারকাজ পরিচালনা করেন। জনগণের ওপর আস্থা রাখার এবং জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

এছাড়াও ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করে এবং সেখানকার শিশুদের অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন জামায়াত আমির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X