শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জামায়াত আমিরের জনসভায় জনতার ঢল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম
বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
expand
বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দোষারোপ, তোষামদি, ধোঁকা–মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত সবচেয়ে দুঃখ-কষ্ট পাওয়া দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পর আমরা সকল ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি—এ দেশে সবাই সমান, অধিকারও সমান।’

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা সদরের কলেজ মোড় বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে জনসভায় জনতার ঢল নামে। পরে তিনি ফরিদপুরের ভাঙায় আরও এক সভায় বক্তব্য রাখেন।

এ সভায় জামায়াতের আমির বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেবো না। ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।’

মঙ্গলবার রাতের এ পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। নেতা-কর্মীদের পদচারণায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

সমাবেশের এক পর্যায়ে জামায়াতের আমির গোপালগঞ্জে-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী মাওলানা মো. আব্দুল হামিদকে পরিচয় করিয়ে দেন।

এ সময় জামায়াতের আমির জনতার উদ্দেশে বলেন, ‘আমি এই তার হাতটি উঁচু করে ধরলাম-আপনারাও তার জন্য লড়বেন।’

এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X