শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থীর গণসংযোগে দুই বিদেশি, দাঁড়িপাল্লার স্লোগান দিলেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সোমবার জামায়াত প্রার্থী মো. এনায়াত উল্লার গণসংযোগে অংশ নেন দুই বিদেশি
expand
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সোমবার জামায়াত প্রার্থী মো. এনায়াত উল্লার গণসংযোগে অংশ নেন দুই বিদেশি

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত ছিলেন ঢাকা–৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লা।

বিকেল চারটার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা দলটির প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই সেই স্লোগানে কিছুক্ষণের জন্য কণ্ঠ মেলান দুই বিদেশি নাগরিক। যাদের একজন নারী ও অন্যজন পুরুষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে ২২ জানুয়ারি। এর ধারাবাহিকতায় সোমবার মিটফোর্ড এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও দোকানপাটে গিয়ে ভোট প্রার্থনা করেন মো. এনায়াত উল্লা।

গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রচারণায় ভালো সাড়া মিলছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে। তার দাবি, ভোটাররা আগের শাসকদের আর দেখতে চান না।

মিটফোর্ড এলাকার বেশির ভাগ অংশই বাণিজ্যিক এলাকা হওয়ায় গণসংযোগের সময় এনায়াত উল্লা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে সমর্থন চান। এ সময় তার সঙ্গে থাকা কর্মীরা ধারাবাহিকভাবে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিতে থাকেন। হঠাৎ করেই মিছিলের সামনে এসে দুই বিদেশিকে সেই স্লোগানে অংশ নিতে দেখা যায়।

বিদেশিদের এমন অংশগ্রহণ নজরে আসতেই প্রার্থী মো. এনায়াত উল্লা তাদের কাছে এগিয়ে যান এবং তিনিও কিছুক্ষণ তাদের সঙ্গে স্লোগানে অংশ নেন।

এ ঘটনায় আশপাশে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পুরুষ পর্যটক জানান, তারা যুক্তরাজ্যের নাগরিক এবং বাংলাদেশে ভ্রমণে এসেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X