শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের আচরণ দেখেই বোঝা যাচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নাই: তাহের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
আবু তাহের
expand
আবু তাহের

সরকারের গত কয়েকদিনের আচরণে এবং কিছু ব্যক্তির নিরাপত্তার নামে যে বাড়াবাড়ি চলছে, এতেই বোঝা যাচ্ছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মো. আবু তাহের।

তিনি বলেছেন, নির্বাচন ভালো হবে শুধুমাত্র এমন আশ্বস্ত করা নয়, নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে তা দেখাতে হবে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আবু তাহের বলেন, নির্বাচনের সময় একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে। যেটা মানুষের মাঝে ইম্প্রেশন আসতে পারে, হি বিকাম সামথিং। ইসি বলেছে আমরা বিষয়টি দেখব। এ ছাড়া একটি দলের পক্ষ থেকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে ক্ষমতায় গেলে বিতরণ করা হবে। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বিভিন্ন জায়গায় দলীয় ডিসি-এসপি নিয়োগ করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, দলীয় ডিসি-এসপিদের অপসারণ করতে হবে। নিরপেক্ষদের নিয়োগ দিতে হবে, তা-না হলে- নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X