শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিকে ১০ আসন ছাড়ের খবরে যা বললেন ডা. তাহের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
expand
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতের মতো পাতানো নির্বাচন হলে ধ্বংসের দিকে যাবে দেশ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১১ দলের নির্বাচনি আসন নিয়ে সমঝোতা শিগগিরই। এনসিপিতে ১০ আসন দেওয়ার দাবি কাল্পনিক।

জামায়াতের এ নেতা জানান, তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে।

এর আগে মঙ্গলবার ‘এনসিপিকে দশটির বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!’ এমন শিরোনামে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X