সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক সংস্কারের দাবিতে বাকচান্দা–নান্দাইলে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা বাকচান্দা বাজার থেকে নান্দাইল বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজার এলাকায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জনদুর্ভোগ নিরসন কমিটি, বাকচান্দা।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জানান, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ বাকচান্দা–নান্দাইল সড়কটি গত দুই বছর ধরে চরমভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে লক্ষাধিক মানুষ উপজেলা সদর, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। সড়কের আশপাশে রয়েছে একাধিক স্কুল, মাদ্রাসা ও মাতৃসদন হাসপাতাল। ফলে শিক্ষার্থী, রোগী ও বয়স্ক মানুষের চলাচল চরম ঝুঁকির মধ্যে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটুসমান পানি জমে গিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে।

মানববন্ধনে অংশ নিয়ে বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক উসমান ফারুক বলেন, ভাঙা সড়কের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বাধ্য হচ্ছে, যা অভিভাবকদেরও উদ্বিগ্ন করে তুলছে।

বক্তারা আরও অভিযোগ করেন, জরুরি সময়ে অ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

মানববন্ধনে জনদুর্ভোগ নিরসন কমিটির আহ্বায়ক সোহেল রানা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X