সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
বেগম খালেদা জিয়া
expand
বেগম খালেদা জিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনেই বিকল্প প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বগুড়া, দিনাজপুর ও ফেনীর ওই আসনগুলোতে খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি আজ সোমবার বিকল্প প্রার্থীদের মনোনয়নও জমা দেওয়ার কথা রয়েছে।

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

তাঁর সংকটময় শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।

বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দলের উচ্চপর্যায়ের নির্দেশনায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে, নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে জয় নিশ্চিত করতে শেষ মুহূর্তে দলের অন্তত ১৫টি আসনের প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। মূলত মাঠপর্যায়ের জরিপ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনা করেই ধানের শীষের প্রার্থীদের ক্ষেত্রে এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলটির পক্ষ থেকে চূড়ান্তভাবে সব গুছিয়ে নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি বিকল্প প্রার্থীরাও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। দলের হাই কমান্ডের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে সংশ্লিষ্ট প্রার্থীরা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X