সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা আব্দুস সালাম
expand
তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা আব্দুস সালাম

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তাঁর পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন।

তারেক রহমানের মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন ডা. ফরহাদ হালিম ডোনার এবং সমর্থক ছিলেন অ্যাডভোকেট আলমগীর হোসেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুস সালাম। তিনি বলেন, তারেক রহমান একজন নির্যাতিত ও নিপীড়িত নেতা। তিনি দীর্ঘ সময় পর দেশে ফিরে এসেছেন। দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। নতুন প্রজন্ম আশা করি ধানের শীষ প্রতীকে ভোট দেবে।

তিনি আরও বলেন, দেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তাই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণে বিএনপির কোনো বিকল্প নেই। জনাব তারেক রহমান তাঁর পিতার অনুসৃত পথ ধরে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবেন এবং দেশের সব সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন। জনগণের প্রত্যাশা ও সিদ্ধান্তেই তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X