রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদিক-ফরহাদকে নিয়ে শহীদ হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
শহীদ শরীফ ওসমান হাদি (রাহিমাহুল্লাহ)-এর কবর জিয়ারত করেছেন ডা. শফিকুর রহমান
expand
শহীদ শরীফ ওসমান হাদি (রাহিমাহুল্লাহ)-এর কবর জিয়ারত করেছেন ডা. শফিকুর রহমান

শহীদ শরীফ ওসমান হাদি (রাহিমাহুল্লাহ)-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ হাদির কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতকালে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত ও তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে শনিবার সকালে ঢাকায় আসি।

তিনি লেখেন, বিমানবন্দর থেকেই সরাসরি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য হাসপাতালে যাই এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করি।

পোস্টে আমীরে জামায়াত বলেন, ‘এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।’

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে তাঁর জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানাই।’

ডা. শফিকুর রহমান বলেন, শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভার জাতির সবার। তিনি শহীদ হাদিকে জাতির ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তাঁর শাহাদাত কবুল ও জান্নাতুল ফিরদাউস নসিবের জন্য দোয়া করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X