রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতাকে কোপালো ছাত্রলীগ কর্মী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
জামায়াত কর্মীকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে
expand
জামায়াত কর্মীকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় স্থানীয় এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন।

চাইনিজ কুড়াল দিয়ে কোপানো জামায়াত নেতাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আপেল মাহমুদ (৩৫) স্থানীয়ভাবে পরিচিত শ্রমিক সংগঠনের একজন দায়িত্বশীল ব্যক্তি।

তার ওপর হামলার অভিযোগ উঠেছে একই এলাকার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা হাসান মিয়ার বিরুদ্ধে, যিনি অতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের সময় বাড়ি ফেরার পথে আপেল মাহমুদের ওপর আকস্মিকভাবে হামলা চালানো হয়।

হাসান মিয়া ধারালো কুড়াল হাতে তাকে লক্ষ্য করে আঘাত করেন। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারী পালিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

পলাশবাড়ী থানার ওসি প্রশান্ত কুমার জানান, ঘটনাস্থল ঘুরে দেখা হয়েছে এবং রক্তের দাগসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ না এলেও পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

এলাকাবাসীর দাবি, দু’জনের মধ্যে ব্যক্তিগত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়ে ওঠে। হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X