শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের মনোনয়ন পেলেন বিএনপি নেতা ড. ফয়জুল হক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
ড. ফয়জুল হক
expand
ড. ফয়জুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক।

সম্প্রতি তিনি বিএনপির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরায় সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “ড. ফয়জুল হক আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। জামায়াতের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে দলভুক্ত করা হয়েছে। তার জনপ্রিয়তা, সততা ও দক্ষতা বিবেচনা করে মনোনয়ন দেওয়া হয়েছে।”

জেলা জামায়াতের আমির আরও জানান, দেশে ৩০০ আসনের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছে দলটি। তবে ৮ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করা হবে, তাই প্রয়োজন অনুসারে কিছু প্রার্থীর পরিবর্তন হতে পারে।

শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, ড. ফয়জুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া থেকে ২০১৯ সালে পিএইচডি এবং ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ শেষ করেছেন। ২০১৩ সালে তিনি ঝিনাইদহের কন্যা কাজী আফিফা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গত ১৬ বছর ধরে তিনি অনলাইন টকশো, লাইভ ও লেখালেখির মাধ্যমে সমাজে অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। প্রবাসে থেকেও জুলাই বিপ্লবের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১২ জুলাই বিএনপির পদত্যাগের পর তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন।

ড. ফয়জুল হক সংবাদ সম্মেলনে বলেন, “জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন পেয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ড. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এই সরকারের অংশ হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে পারায় নিজেকে গৌরবান্বিত মনে করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “ঝালকাঠি-১ আসনের মানুষ এবারের নির্বাচনে সত্যের পক্ষে ভোট দেবেন। এ অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক মতের মানুষরাও সিদ্ধান্ত নিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকেই এবারের আস্থা থাকবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী ড. ফয়জুল হক, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর মো. সিদ্দিক, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X