

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তার দলীয় ২৩ নেতাকর্মীর সঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় খেরুয়াজনি ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনি মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ যোগদান সম্পন্ন হয়।
যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন: দেলোয়ার হোসেন (শাহেদ), মোখলেছ আলী, জসিম উদ্দিন, আসলাম মিয়া, বিপ্লব মিয়া, আসাদুল হক, লাল মিয়া, আরিফ মিয়া, শান্ত মিয়া, সিজান মিয়া, রাজু মিয়া, আব্বাস আলী, আল আমিন, হারুন মিয়া, তারেক মিয়া, আমির হোসেন, মোশারফ হোসেন, আবু সাঈদ, হুমায়ুন আহমেদ, আতিক মিয়া, সজিব মিয়া, লাল মিয়া ও আবুল হোসেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহাবুবুল আলম কাজী রিপন এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খানের উপস্থিতিতে নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানানো হয়।
দেলোয়ার হোসেন বলেন, “গণঅধিকারের পদে থাকলেও মানুষের কাছে সঠিক পরিচয় দিতে পারিনি। ভাবলাম, মানুষের কল্যাণে কাজ করার জন্য বিএনপির বিকল্প নেই। তাই আমরা স্বেচ্ছায় যোগদান করেছি। যতদিন বাঁচব, শহীদ জিয়ার আদর্শের সঙ্গে থাকব।”
যোগদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মিয়া। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সরকার ও আল-আমিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
