

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াত ও শিবিরের “অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার নীতি”র কারণে গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুক্রবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, জামায়াত-শিবির শুধু গণঅধিকার বা এনসিপিই নয়, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ভেতরেও লোক যুক্ত করে বিভ্রান্তি তৈরি করছে।
এর ফলে সন্দেহ, সংশয় ও অস্থিরতা বেড়েছে, এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
তার মতে, অন্য দলে প্রবেশ করে প্রভাব বিস্তারের এ ধারা বন্ধ না হলে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতির মুখে পড়বে।
তিনি বলেন, “তারা যদি মধ্যপন্থী ধারার রাজনীতিতে প্রবেশ করতে চায়, সেটা ইতিবাচক। তবে সেটি হতে হবে খোলামেলা ও প্রকাশ্য। গোপন কৌশল অবলম্বন করলে বিরাজনীতিকরণ বাড়বে।”
রাশেদ খান আরও উল্লেখ করেন, এ ধরনের রাজনীতি করলে শেষ পর্যন্ত জামায়াত-শিবির নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তার মতে, ইসলামকে রাজনীতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে স্বচ্ছতা জরুরি।
“ইসলামী রাজনীতি করলে সেটাই করতে হবে, আর যদি মধ্যপন্থী রাজনীতি বেছে নেয়, তবে সেভাবেই করতে হবে। কৌশল করে মাঝপথে দাঁড়ালে ইসলাম ও রাজনীতি দুটোই ক্ষতির মুখে পড়বে।”
তিনি শেষ করেন এই প্রার্থনা দিয়ে যে, “ইসলাম ও দেশের রাজনীতি যেন ক্ষতির শিকার না হয়—আল্লাহ আমাদের সবাইকে সে দিক থেকে হেফাজত করুন।”
মন্তব্য করুন
