রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিচার দাবিতে গণ অধিকার পরিষদের হুঁশিয়ারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
গণ অধিকার পরিষদের মশাল মিছিল
expand
গণ অধিকার পরিষদের মশাল মিছিল

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র ফারুক হাসান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

মিছিলটি কার্যালয় থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ফারুক হাসান অভিযোগ করেন, সরকার বিদেশে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। হামলাকারীরাও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। তিনি আরও জানান, সরকারের প্রতারণামূলক আচরণের কারণে ড. মুহাম্মদ ইউনুসের দেওয়া ঘোষণা তারা প্রত্যাখ্যান করেছেন। নুরুল হক নুরকে দলীয় ও পারিবারিক উদ্যোগে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে।

তিনি জানান, সরকারের কাছে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হিরণ শেখ, মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন