রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
পদত্যাগকারী নেতা মোহাম্মদ তুষার আলী
expand
পদত্যাগকারী নেতা মোহাম্মদ তুষার আলী

দলের প্রতি প্রায় ১৭ বছরের কর্মযজ্ঞ ও কঠিন সময়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার পরও যথাযথ সম্মান বা মূল্যায়ন না পাওয়ায় অবশেষে স্বেচ্ছাসেবক দল ছাড়ার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার এক স্থানীয় নেতা।

পদত্যাগ জানানোর আগে তিনি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করেন—নিজেকে দলীয় ‘অবহেলা’ ও ‘অন্যায়ের’ বোঝা থেকে মুক্ত করার ইঙ্গিত হিসেবেই তিনি এ কাজ করেছেন বলে জানান।

পদত্যাগকারী নেতা মোহাম্মদ তুষার আলী ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ি বাজারে নিজের দোকানের সামনে সবার উপস্থিতিতে তিনি দুধ দিয়ে গোসল করেন এবং এরপরই আনুষ্ঠানিকভাবে তার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

তুষার আলীর অভিযোগ—বহুদিন ধরে দলীয় কর্মকাণ্ডে নিয়োজিত থাকা সত্ত্বেও বারবার অবহেলার শিকার হয়েছেন, এমনকি অতীতে নানা রাজনৈতিক চাপ ও হয়রানির মুখেও দাঁড়াতে হয়েছে। এসবের পরও দল তাকে সম্মান বা মূল্যায়ন দিতে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন