

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বাবর বলেন, নির্দোষ প্রমাণিত হয়ে প্রায় সাড়ে ১৭ বছর পর কারাগার থেকে বের হয়েছেন তিনি। জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসেবে সচিবালয়ে আলোচনায় অংশ নেন। তার সঙ্গে ছিলেন সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামানসহ আরও কয়েকজন।
বাবর জানান, পার্শ্ববর্তী দেশের এক শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন ব্যাহত করার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নিয়েও আলোচনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
তিনি বলেন, সাধারণত কনস্টেবল, এসআই ও এএসপি পদে নিয়োগ হয়ে থাকে। তবে এবার সরাসরি এএসআই নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এতে যারা কনস্টেবল হিসেবে যোগ দিয়ে পদোন্নতির আশায় থাকেন, তাদের ওপর প্রভাব পড়তে পারে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, দু’জনের দীর্ঘ পরিচয়ের কারণে পারিবারিক ও নানান বিষয়ে কথা হয়েছে। যদিও আলোচনার মধ্যে কিছু রাষ্ট্রীয় বিষয়ও উঠে এসেছে।
মন্তব্য করুন
