বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিন আজ, উৎসব পালনে নিষেধাজ্ঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম
তারেক রহমান, ছবি: সংগৃহীত
expand
তারেক রহমান, ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ (বৃহস্পতিবার)।

১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।

এবারও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর জন্মদিনে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান, কেক কাটা বা উৎসবের আয়োজন করা হচ্ছে না।

গত মঙ্গলবার প্রকাশিত বিএনপির এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সব নেতাকর্মীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয় জন্মদিন উপলক্ষে কোনো ব্যানার, পোস্টার, আলোচনা সভা বা জাঁকজমকপূর্ণ আয়োজন করা যাবে না।

২০০৮ সালের সেপ্টেম্বর মাসে জরুরি অবস্থার সময় কারামুক্ত হওয়ার পর চিকিৎসার উদ্দেশ্যে পরিবারসহ লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর যুক্তরাজ্য থেকেই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। ভার্চুয়াল মাধ্যমে তিনি নিয়মিত দলের কর্মসূচিতে যুক্ত হচ্ছেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

ওয়ান-ইলেভেন পরবর্তী সরকার এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা করা হয়। বিএনপির অভিযোগ এসব ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় সাজাও হয়েছিল। তবে চলতি বছরের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেলে আইনি প্রক্রিয়ায় পর্যায়ক্রমে সব মামলাতেই তিনি খালাস পান। ফলে এখন বিএনপির নেতাকর্মীরা তাঁর দেশে ফেরার অপেক্ষায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী তিনি বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় সূত্র জানিয়েছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন