

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আগেও বলেছি, আপনাকে যেদিন দেখা হয়েছিল সেদিনও বলেছি—আপনারা একবার সাহস করে সিদ্ধান্ত নিন।
রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকেই হবে, সহকারী রিটার্নিং অফিসারও আপনাদের নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোক হবেন। দেখবেন, এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে।
ড. আব্দুল মঈন খান বলেন, “আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব রকম সহযোগিতা করব। আমি বিশ্বাস করি, এখানে যারা আছেন সবাই এই কথা বলবেন।
আমরা চাই, এ দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে। আমাদের আর কোনো মোটিভ নেই।”
তিনি আরও বলেন, “আমি খোলাখুলি বলছি—আজ আপনাদের সকলের সামনে রাজনৈতিক সহকর্মীদের পক্ষ থেকে বলছি—যদি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ আমাকে ভোট না দেয়, আমি তো জোর করে ভোট নিয়ে নির্বাচিত হতে চাই না।
এর চেয়ে লজ্জাজনক বিষয় আর হতে পারে না। কাজেই আমরা চাই—আপনারা শক্ত থাকুন, সিদ্ধান্ত নিন। আপনাদের ক্ষমতা আছে, অথরিটি আছে।”
ভোটের মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে তিনি বলেন, “আমরা তো সব সময়ই বলে আসছি—সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা। কোনো সুস্থ লোকই বলবে না যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করব। যদি কেউ বলে, তাহলে আমরা তাকে মানসিকভাবে অসুস্থ বলব।”
তিনি আরও বলেন, “ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক প্রচারণা না করার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলে আসছি। সুতরাং, আপনাদের প্রস্তাবনার বিষয়ে আমরা আগেই সমর্থন দিয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে ধর্মকে রাজনীতির কারণে কোথাও ব্যবহার করা যাবে না।”
মন্তব্য করুন
