

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা এখনই সব সংস্কার চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে তোলা হয়েছে, এখন সেটিকে সাংবিধানিক ও আইনি কাঠামোয় রূপ দেওয়ার সময় এসেছে। জনগণ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ও ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য অপরিহার্য। জুলাই আন্দোলন সেই সুযোগ এনে দিয়েছে। মতভেদ থাকলেও এই শক্তি অটুট রাখতে হবে।
মন্তব্য করুন