

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নব্য ফ্যাসিস্ট একটি দল সময় এবং সুযোগ বুঝে নারীদের ওপর অত্যাচার করে নানান রকম ফতোয়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারীদের জন্য চাকরির সময় ৫ ঘণ্টা বলছেন, কিন্তু নিজেদের প্রতিষ্ঠানে ৫ মিনিট আগেও ছাড়েন না। ভোটের জন্য এসব কথা বলা বাদ দেন।
তিনি আরও বলেন, নব্য ফ্যাসিস্ট একটি দল সময় এবং সুযোগ বুঝে নারীদের ওপর অত্যাচার করে নানান রকম ফতোয়া দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ।
এতে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরী, শিরীন সুলতানা, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।
মন্তব্য করুন
