শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিছু ধর্মভিত্তিক গোষ্ঠী নারীদের ঘরে আটকাতে চাইছে: বিএনপি নেত্রী সেলিমা রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান
expand
জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান

জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশের নারীরা সম্মানের সঙ্গে আত্মবিশ্বাসীভাবে জীবিকা নির্বাহ করবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে নারীরা অনেক বাধার মুখোমুখি হচ্ছেন এবং অন্ধকারের দিকে ধাবিত হচ্ছেন।

শাহবাগে “নারীর ওপর সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে সচেতনতা” শীর্ষক মৌন মিছিলের পর এক সমাবেশে তিনি বলেন, গত তিন মাসে ৬৬ জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এখনও নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি আরও জানান, কিছু ধর্মভিত্তিক গোষ্ঠী নারীদের কর্মঘণ্টা সীমিত করে ঘরে আটকানোর পরিকল্পনা করছে।

সেলিমা রহমান বলেন, পেশাজীবী ও চাকরিজীবী নারীদের জন্য নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। গ্রামীণ নারীদের অধিকার হরণের জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি ও রেহানা আক্তার শিরীন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন