

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্বে বহিষ্কার হওয়া ৪০ জন নেতার সদস্যপদ ও দলীয় পদ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় যেসব ওয়ার্ডের নেতাদের বহিষ্কার করা হয়েছিল—তাদের আবেদন ও অনুশোচনার ভিত্তিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেককে পুনরায় প্রাথমিক সদস্য পদসহ আগের সব দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকেও পুনর্বহাল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, “যেসব নেতা বহিষ্কারের পরও দলের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং অনুশোচনা প্রকাশ করে পুনরায় দলে ফিরতে চেয়েছেন, তাদের ক্ষেত্রেই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
মন্তব্য করুন
