শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে তা নেতিবাচক ফল ডেকে আনতে পারে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা উচিত। তার বাইরে কোনো কিছু মানবে না বিএনপি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টারা যেন খেলনা হিসাবে আচরণ করছেন, তাও তিনি উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “বিএনপি স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। এটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী দল, যা আপসহীন সংগ্রাম করেছে। তাই বিএনপিকে ভয় দেখানো যাবে না।”

তিনি আরও জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের বহু নেতাকর্মী নিখোঁজ বা হত্যা হয়েছেন, আর ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা যদি রাজপথে নামি, তাহলে ষড়যন্ত্রকারীদের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন