রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারী নয়নকে নিয়ে অশোভন মন্তব্য করেছেন: যুবদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:১৭ এএম
নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন
expand
নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্প্রতি দেওয়া মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুবদল।

শনিবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক যৌথ বিবৃতিতে এ অবস্থান প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, “ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে কেন্দ্র করে নাসীরুদ্দীন পাটওয়ারী অশোভন মন্তব্য এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে কুৎসা রটনার চেষ্টা করেছেন। অতীতে তিনি দেশের সম্মানিত নাগরিক এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। আমরা এ ধরনের আচরণকে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা হিসেবে দেখি।”

বিবৃতিতে আরও বলা হয়, “জুলাই পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রমাণহীন ও মিথ্যা তথ্যের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিকে অপমান করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য প্রদানকালে আরও দায়িত্বশীল হবেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন