

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। গণতন্ত্র বাস্তবায়নের জন্য একটি কার্যকর জাতীয় সংসদই প্রয়োজন।”
শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজন করা আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ।
মেজর হাফিজ বলেন, “যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের ভুলিয়ে দিতে এ অন্তর্বর্তী সরকার কাজ করছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে হ্রাস করার চেষ্টা করছে। একাত্তরের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে, যা অন্য কোনো আন্দোলনের সঙ্গে তুলনীয় নয়। এই দেশের জন্মই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে জানিয়ে মেজর হাফিজ বলেন, “সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে সনদ তৈরি হবে। আমরা ডিসেন্ট দেখতে চাই না। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, এবং ক্ষমতায় আসলে বিএনপি যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়ন করবে।”
তিনি অভিযোগ করেন, “ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার বা বানচালের চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এখন জরুরি।”
কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গেও মেজর হাফিজ বলেন, “আপনারা প্রতিটি প্রদেশে অফিস নেন, রেজিস্ট্রেশন নেন, ভারতে মিশে যান। বাংলাদেশে আপনার প্রয়োজন নেই।”
মন্তব্য করুন
