

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দল ইতোমধ্যে ২০০ আসনে একক প্রার্থী ঠিক করেছে। তবে বাকি একশ আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসব আসনে কিছুতে দলের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, আবার কিছুতে রাজনৈতিক মিত্রদের শক্তিশালী প্রার্থী প্রতিযোগিতা করছেন। সব দিক বিবেচনা করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থী নির্বাচন কেবল অভ্যন্তরীণ সমস্যা নয়, জোট সংক্রান্ত জটিলতাও রয়েছে। যেসব আসনে কোন্দলের সম্ভাবনা বেশি এবং একাধিক শক্তিশালী প্রার্থী আছে, সেখানে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। পাশাপাশি জোটের শরিকদের জন্যও আসন বরাদ্দ দিতে হবে।
এই একশ আসনে প্রার্থী চূড়ান্ত করতে সময় লাগছে। যদিও দল ভেতরে আলোচনা করছে সর্বোচ্চ ৫০টি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। তবে সেটি নির্ভর করবে জোটের দলগুলো কতটা শক্তিশালী প্রার্থী দিতে পারবে তার উপর।
শরিকদের চাহিদাও কম নয়। গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে ১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বিএনপির সঙ্গে আলোচনায় ৫০-৬০ আসনের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আলোচনা করতে চাচ্ছে বলে জানিয়েছে মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক।
গণঅধিকার পরিষদ, ১২ দলীয় জোট, বিজেপি, এলডিপি সহ অন্যান্য দলগুলোর সঙ্গে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সম্ভাব্য জোটে এনসিপিও থাকতে পারে। বিএনপি তাদের সঙ্গে অন্তরাল যোগাযোগ চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম-আহ্বায়ক বলেন, নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবেই জামায়াতের জোটে যোগ না দেয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসনসহ অন্তত ২০টিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে।
সরাসরি সরকার গঠনের ক্ষেত্রে, বিএনপি চাইলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়া হয়নি।
তবে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন, আসন ভাগাভাগি বা নির্বাচনি সমঝোতা নিয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে।
এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে-এমন কথাও বলা হচ্ছে। তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু বলা হয়নি। আসন প্রস্তাব ও মন্ত্রিসভায় এনসিপিকে রাখার বিষয়ে বিএনপি এখনও কোনো বক্তব্য দেয়নি।
মন্তব্য করুন
