

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব জানিয়েছেন, জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি।
তিনি সতর্ক করেছেন, যদি এটি কার্যকর না হয়, দেশ পুনরায় ‘হাসিনার আমলের পুরনো রাজনৈতিক ব্যবস্থায়’ ফিরে যেতে পারে।
শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।
ড. গালিব বলেন, জুলাই সনদের বাস্তবায়ন আমাদের জন্য অপরিহার্য। যদি এটি না হয়, আমরা ফিরে যাবেন হাসিনার সময়ে ব্যবহৃত সেই সিস্টেমে, যেখানে বলা হবে যে আন্দোলনই অবৈধ ছিল। তবে আমাদের আন্দোলন এবং গণমত এই সনদকে সঠিক পথে বাস্তবায়িত করবে।
তিনি আরও যোগ করেন, সনদের বাস্তবায়ন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া যাবে না। এটি জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন হতে হবে। এবং এই প্রতিফলন ঘটানোর একমাত্র কার্যকর পদ্ধতি হলো গণভোট।
ড. গালিবের মতে, গণভোটের ফলাফল নতুন সংসদের জন্য বাধ্যতামূলক হতে হবে। নতুন নির্বাচিত সংসদকে এই জনমতের ভিত্তিতে সনদ বাস্তবায়নে বাধ্য থাকতে হবে।
গণভোটের সময়সূচি নিয়ে তিনি বলেন, এটি ফেব্রুয়ারির নির্বাচনের আগে হবে বা একসাথে হবে, এটি এখন প্রধান প্রশ্ন নয়। মূল লক্ষ্য হলো গণভোটের মাধ্যমে সনদকে আইনি বাধ্যবাধকতায় নিয়ে আসা দরকার।
তিনি প্রস্তাব দিয়েছেন, সনদের যেসব বিষয় সব দল একমত, তা এক প্যাকেজে এবং যেসব বিষয়ে মতবিরোধ আছে, তা অন্য একটি প্যাকেজে গণভোটে নেওয়া যেতে পারে। জনগণ দুইটি আলাদা প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবে, এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হবে।
ড. মির্জা গালিব বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। এখানে কোনো কমপ্রোমাইজ হবে না।
মন্তব্য করুন

