

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির সুস্পষ্ট অবস্থান-জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, আলাদা দুটি ব্যালটে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেটা তাদের নিজস্ব মতামত। বিএনপি এই প্রস্তাবের সঙ্গে একমত নয়-এটা আমরা স্পষ্টভাবে জানিয়েছি।
আমির খসরু আরও বলেন, বিএনপির অবস্থান প্রথম দিন থেকেই পরিষ্কার-গণভোট ও নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এই নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনারও কোনো প্রয়োজন নেই।
মন্তব্য করুন
