

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে জাতীয় অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছে। এই মন্তব্য তিনি কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করার পর সাংবাদিকদের জানান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কমিশন যে সুপারিশসমূহ জমা দিয়েছে, তাতে যে নোট অব ডিসেন্ট (ভিন্ন মত) রাজনৈতিক দলগুলো দিয়েছে তা উল্লেখ করা হয়নি। তিনি বলেন, “জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা রয়েছে। প্রতিটি দফায় দলের ভিন্ন মতাবলির বিস্তারিত উল্লেখ আছে। কিন্তু কমিশনের সুপারিশে তা অন্তর্ভুক্ত করা হয়নি, যা বিস্ময়কর।”
তিনি আরও উল্লেখ করেন, কমিশন সুপারিশে গণভোট আয়োজনের প্রস্তাব তুলে ধরেছে, যা জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন সম্পাদন করার কথা বলা হয়েছে। তবে, নতুনভাবে সংযুক্ত করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের নামে একটি আইডিয়া, যা আগে কমিশনের আলোচনায় কখনো উত্থাপিত হয়নি।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি এবং রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ছাড়া এটি সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, বিএনপি নেতা কমিশনের কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদও জানিয়েছেন, যদিও তিনি সংশ্লিষ্ট সুপারিশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনায় বসতে পারবে।
মন্তব্য করুন
