

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলকে একত্রিত করে একটি বৃহত্তর জোট গঠন করতে চায় বিএনপি।
সোমবার (২৭ অক্টোবর) সকালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে অটুট রাখতে চায়। কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তা দিতেই এই উদ্যোগ। বৃহত্তর আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় দলটি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠকের প্রসঙ্গেও তিনি কথা বলেন। জানান, অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি বজায় রাখার লক্ষ্যে এই বৈঠক হচ্ছে।
তরুণ প্রজন্মের ভাবনা ও উদ্যমকে সামনে রেখে বিএনপি নতুন কর্মসূচি প্রণয়নের দিকেও মনোযোগ দিচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর -এই বিশ্বাস থেকেই আমাদের রাজনৈতিক পরিকল্পনা গড়ে উঠছে।
মন্তব্য করুন
