

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান বলেছেন, বিএনপি ধর্মের নামে রাজনীতি করে না, তবে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল।
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থা রাখে এবং ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করে।
তিনি বলেন, “ধর্মের অজুহাতে কেউ স্বর্গ–নরকের ঠিকাদারি করতে পারে না। এখন দেখা যাচ্ছে, কিছু গোষ্ঠী রাজনৈতিক ফায়দা তুলতে ধর্মীয় আবহ তৈরি করছে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সিলেটের বর্তমান পরিস্থিতি বলছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবার নির্বাচনে জামানতও রাখতে পারবেন না।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সাঈদ খান অভিযোগ করে বলেন, “একটি পক্ষ জামায়াত নেতাদের সংসদে নেওয়ার জন্য ‘পিআর’ নামের এক প্রপাগান্ডা চালাচ্ছে। আসলে এই প্রচারণার লক্ষ্য হলো নির্বাচনের পরিবেশ নষ্ট করা। তারা চায় বাংলাদেশে নির্বাচন যেন না হয়, শান্তি ও গণতন্ত্র ফিরে না আসে। এই ষড়যন্ত্রে ভিনদেশি স্বার্থও জড়িত।”
তিনি আরও বলেন, “যারা বলছে, পিআর ছাড়া নির্বাচন হবে না—তাদের মুখোশ উন্মোচন করা দরকার। যদি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে ৩০০ আসনে প্রার্থী দিচ্ছেন কেন? জনগণের কাছে ভোট চাইছেন কেন? এসব দ্বিচারিতা ও ভণ্ডামি থেকে সাবধান থাকতে হবে।”
সাঈদ খান দাবি করেন, “আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে অংশ নেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং বর্তমান প্রজন্মের মুক্তির অঙ্গীকার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি নির্বাচনে যাচ্ছে।”
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রার্থী নই, বরং দলের একজন কর্মী ও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। দল যদি যোগ্য মনে করে, মনোনয়ন দিতে পারে। আমি ধানের শীষের পক্ষে কাজ করছি, নিজের জন্য নয়।”
উঠান বৈঠকে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
