

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ছাত্রদল শুধু একটি ছাত্রসংগঠন নয়—এটি দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আন্দোলনের পরীক্ষিত বাহিনী।
বিগত ১৬ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সেই দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে আন্দোলন, প্রতিরোধ আর সংগ্রামের মাধ্যমে বহু নেতাকর্মী রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের সেই আত্মত্যাগেই গড়ে উঠেছে সাম্প্রতিক জুলাই-আগস্টের গণআন্দোলনের পটভূমি।
সোমবার (২০ অক্টোবর) সকালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে ছাত্রদল ও বিএনপিপন্থী ছাত্রসমর্থকদের একটি মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই কর্মসূচি ও প্রচারাভিযান চালানো হচ্ছে।
সমাবেশে বাবুল আরও বলেন, ছাত্রদল গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার মাধ্যমে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে রক্তঝরা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।
এই আন্দোলনে যেমন শহীদ হয়েছেন আবু সাইদ ও মুগ্ধ, তেমনি প্রাণ দিয়েছেন ওয়াসিমসহ পাঁচ শতাধিক ছাত্রদল নেতা-কর্মী। তারা তাদের জীবন দিয়ে সরকারের পতনের পথ প্রস্তুত করে দিয়েছেন।
বাবুল বলেন, ১৯৯০ সালের গণআন্দোলনের পথরেখা অনুসরণ করেই ছাত্রসমাজ নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ৩৬ দিনব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছে, তা শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করেছে।
এই সময়েই আন্দোলনে জীবন দেওয়া, আহত হওয়া এবং নির্যাতনের শিকার হওয়ার মধ্য দিয়ে ছাত্রদল সরকার পতনের লক্ষ্যে সামনে এগিয়েছে।
তিনি আহ্বান জানান, প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ এলাকার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছায়। যেন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দেওয়া যায়।
বক্তব্যের এক পর্যায়ে বাবুল বলেন, দল পরিচালনায় কোনো কোনো সময়ে সিদ্ধান্ত মানুষের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হন।
তবে আমরা বিশ্বাস করি—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশপ্রেম, ত্যাগ এবং নেতৃত্ব নিয়ে সমালোচনা করার সুযোগ কারো নেই। বর্তমান সময় হলো জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির যুগ—এ যুগে ছাত্রদলকে আরও আধুনিক, সংগঠিত ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, সৈয়দ রাশেদুজ্জামান আপু, ফজলুর রহমান ঠান্ডা, তৈয়বুর রহমান মাস্টার, সফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকিব হাসান রনি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুশি, এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    