শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চারদিকে অনৈক্যের সুর, আমরা হতাশ: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক বিভাজন ও মতবিরোধের কারণে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের বড় সুযোগ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বড় একটা অভ্যুত্থানের পর বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবার। অথচ আমরা দেখছি রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন। আমরা চারদিকে দেখছি অনৈক্যের সুর। এতে হতাশ হয়ে পড়ছি।

তিনি বলেন, রাজনীতিকে যদি সৎ, আদর্শনির্ভর ও জনকল্যাণমুখী করা না যায়, তাহলে তা কখনোই জনগণের আস্থা পাবে না। রাজনীতিতে সৌন্দর্য, সততা ও লক্ষ্য অর্জনের প্রেরণা থাকতে হবে তবেই তা হবে ইতিবাচক রাজনীতি।

রাজনীতিকে নির্মল করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের এমন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যেখানে তরুণ প্রজন্ম রাজনীতিকে সেবা ও নৈতিকতার ক্ষেত্র হিসেবে দেখবে, সুযোগসন্ধানী জায়গা হিসেবে নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান, ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আলম, মোশাররফ হোসেন পুস্তি ও মো. মফিজুর রহমান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন