বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত ২০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়
expand
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়

চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামায়াত নেতা মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেত্রী রুমিন ফারহানার একটি ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করেন।

বিষয়টি বিএনপির নেতাকর্মীরা অবমাননাকর বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন। পরে ইলিয়াস হোসেন ক্ষমা চেয়ে পোস্টটি মুছে ফেললেও উত্তেজনা বাড়তে থাকে। বৈঠকের আগেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনায় অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে উপজেলা যুবদলের সদস্য নেছার আহমেদ চৌধুরী ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রয়েছেন।

সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য পালিশারা বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত যুবদল নেতা নেছার আহমেদ চৌধুরী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

অন্যদিকে জামায়াতের সাবেক ইউনিয়ন আমির হাফেজ আব্দুল মোতালেব দাবি করেন, এটি ভুল বোঝাবুঝি থেকে সংঘটিত হলেও বিএনপির লোকজনই আগে আক্রমণ চালিয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি এবং থানায় কোনো লিখিত অভিযোগও আসেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন