শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম
expand
প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “শারদীয় উৎসবের সময় কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সজাগ থাকুন।”

তারেক রহমান বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। এবারের শারদীয় উৎসব সাফল্যমণ্ডিত হোক।”

তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আরও বলেন, “আপনারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সারাদেশে উৎসব আনন্দে উদযাপন করুন এবং সৌহার্দ্যপূর্ণ বার্তা ছড়িয়ে দিন। আমরা বিশ্বাস করি, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, অর্থাৎ প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে।”

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “উৎসব আমাদের সমাজে ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে প্রকাশ করে। সংবিধান এবং রাষ্ট্র প্রত্যেক নাগরিক—ধর্ম বা মত নির্বিশেষে—নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দিয়েছে। এটি রাষ্ট্রের দায়িত্ব।”

তারেক রহমান পবিত্র হাদিসের উদাহরণও টানেন, “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তাদের অধিকার হরণ করে, নবী (সা.) তাদের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং কেয়ামতের দিনে তার বিরুদ্ধে লড়াই হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে প্রত্যেক নাগরিক অপরের নিরাপত্তা ও সম্মান রক্ষায় দায়িত্ব পালন করবে। যারা সমাজকে হানি বা ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন