

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদের (জিওপি) একীভূত হওয়ার আলোচনাকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনী মাঠে তারা বিএনপির ভাবনায় নেই।
তবে তিনি তাদের শুভ কামনা জানিয়ে বলেন, যদি কোনোভাবে সংসদে প্রবেশাধিকার লাভ করতে পারে, তবে তা তাদের জন্য সোনায় সোহাগা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন।
এ সময় তিনি জানান, যুগপৎ আন্দোলনে থাকা সহযোগী দলগুলোর জন্য প্রায় ৫০টি আসন ছেড়ে দিতে প্রস্তুত বিএনপি। তবে এবারের নির্বাচনে জামায়াতের সঙ্গে কোনো জোটের সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
মেজর হাফিজের অভিযোগ, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। ইউরোপ-আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীর পরামর্শে এক-দুটি রাজনৈতিক দল কোনো নির্বাচনী কাঠামো চাপিয়ে দিতে পারে না। তিনি বলেন, ভোটে জেতার সম্ভাবনা না থাকায় জামায়াত অবাস্তব প্রস্তাব সামনে আনছে। জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বিএনপি তা মেনে নেবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিএনপি তার জবাব রাজপথেই দেবে। একই সঙ্গে ১০৪ সদস্যের বড় প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, আসন্ন নির্বাচনে মোট আসনের ৭০ শতাংশে একক প্রার্থী দিতে চায় বিএনপি। এরই মধ্যে প্রায় অর্ধেক আসনে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সৎ ইমেজের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। খুব শিগগিরই তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচার শুরু করবে দলটি।
জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়ার প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে জামায়াতের সঙ্গে জোটের কোনো প্রশ্ন নেই বলেও পুনরায় স্পষ্ট করেন হাফিজ উদ্দিন। তার ভাষায়, “আমাদের নিজস্ব তালিকা প্রায় তৈরি। এলাকায় জনপ্রিয়, ত্যাগী, সৎ ও নিষ্ঠাবান নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।”
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের শত্রু না ভাবলেও কিছু নেতার বক্তব্য বিব্রতকর। তারা মনে করছে ইতিহাসের কাছাকাছি চলে এসেছে। একজন নেতা নাকি বলেছেন, তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দলে। স্বপ্ন দেখা ভালো, তবে সব কিছুরই সীমা থাকা উচিত।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    