শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনে আ.লীগ নীরবে ষড়যন্ত্র করছে: রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
expand
প্রশাসনে আ.লীগ নীরবে ষড়যন্ত্র করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে ব্যাহত করার জন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রূপগঞ্জে আওয়ামীপন্থী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতার খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদানের পর এক বক্তব্যে তিনি বলেন,

“প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারদলীয় সমর্থকরা অবস্থান করছে। তারা নীরবে নানা ষড়যন্ত্র করছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

রিজভীর দাবি, অতীতেও কয়েকজনের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, যার মধ্যে ছাত্র ও সাধারণ জনগণের ওপর গুলি ও বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও অপরাধীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে।

আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি পরিবারের নেতারা।

এই সময়ে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমানসহ অন্যরা।

রিজভী আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গুরুতর আহত ছাত্রদল নেতা মো. দোলন ভূঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন