শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কর্মীর বেধড়ক পিটুনিতে কৃষক দল নেতার মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
বানারীপাড়া থানা
expand
বানারীপাড়া থানা

বরিশালের বানারীপাড়া উপজেলায় বিএনপি কর্মীর হামলায় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করপাঘর নামক জায়গায় এই ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শতদল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, করপাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপি কর্মী দেলোয়ার হোসেনের সঙ্গে রাজনৈতিক নানান বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল লতিফের।

একপর্যায়ে দেলোয়ার হোসেন বেধড়ক পিটুনি দিলে গুরুতর আহত হন আবদুল লতিফ। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করবেন বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন