রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘জামায়াত আগাম খবর পেয়েছিল? বিএনপি-এনসিপিকে কেন জানানো হলো না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা।
expand
ব্যারিস্টার রুমিন ফারহানা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সফরকালে নিউইয়র্ক বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা চললেও এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশে যখন পরিস্থিতি এমনিতেই অস্থিতিশীল, তখন কেন সরকার রাজনৈতিক দলের নেতাদের এই সফরে সঙ্গে নিল? নিলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না কেন?

রুমিন ফারহানার অভিযোগ, ড. ইউনূস ও সরকারের ঘনিষ্ঠ মহল রাজনৈতিক নেতাদেরকে সফরে যুক্ত করে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। অথচ অতীতে বিদেশে তাদের ওপর একাধিকবার হামলা হয়েছে-এ বিষয়টি জানা সত্ত্বেও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

তিনি আরও বলেন, সাধারণত একটি সরকারি টিমে সবাই একই পথে যাতায়াত করে। কিন্তু এবার নেতাদের আলাদা আলাদা পথে বের হতে দেওয়া হয়েছে, যা সন্দেহজনক। বিশেষ করে জামায়াতের নেতাদের আগাম তথ্য থাকার মতো আচরণ প্রশ্ন তুলছে। “যদি সত্যিই তাদের কাছে আগেই তথ্য থাকে, তবে কেন তা বিএনপি ও এনসিপির নেতাদের সঙ্গে ভাগ করা হলো না?-প্রশ্ন রাখেন তিনি।

রুমিনের মতে, বিমানবন্দর থেকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে, অথবা দূতাবাসের পক্ষ থেকেও সঠিক তথ্য সরবরাহে ব্যর্থতা ছিল। এর দায় সরকারকেই নিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X