শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াতের ভূমিকা দেখা যাচ্ছে: রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
expand
আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াতের ভূমিকা দেখা যাচ্ছে: রিজভী

আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় ফিরে আসে, তবে দেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে এবং পুনরায় স্বৈরশাসনের চক্রে পতিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার অভিযোগ, দলটিকে পুনর্বাসনের পেছনে জামায়াতে ইসলামীর উৎসাহ, ভুমিকা ও ইন্ধন লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ বক্তব্য দেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের আগ্রহ এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। শেখ হাসিনার সময় সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের পেছনে ভারতের সমর্থন ছিল— এমন অভিযোগও উত্থাপন করেন তিনি।

সম্প্রতি প্রকাশিত নির্বাচনী জরিপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, আপাতত বিএনপি এসব জরিপ নিয়ে কোনো প্রতিক্রিয়া বা পরিকল্পনা করছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন