শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তারেক রহমানের জনসভায় জনস্রোত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জনসভাস্থলে নেতাকর্মী এবং সাধারণ মানুষের জনস্রোত নেমেছে। মিছিল ও স্লোগানে উত্তাল জনসভাস্থল।

ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ মাদ্রাসা ময়দান। মাঠ পেরিয়ে সড়কে জনস্রোত সৃষ্টি হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভার দিকে অগ্রসর হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী।

রাজশাহী জেলার পাশাপাশি বৃহত্তর এই বিভাগের সকল জেলার বিএনপি এবং এর অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো আসছেন।

বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির এই নির্বাচনী জনসভা শুরু হয়। ইতিমধ্যে মঞ্চও প্রস্তুত হয়েছে। দুপুর ২টার দিকে জনসভায় উপস্থিত হওয়ার কথা আছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

রাজশাহী বিভাগ বিএনপির উদ্যোগে এই জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন। বেলা সোয়া ১১টা থেকে জাসাসের উদ্যোগে সংগীত পরিবেশন করা হয়।

জনসভাকে ঘিরে সকাল সাড়ে ৮টা থেকে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে আসতে শুরু করেন। তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং মাথায় দলীয় ব্যান্ড।

তারা দলীয় স্লোগান দেয়ার পাশাপাশি তারেক রহমানের রাজশাহীতে আগমনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ওদিকে জনসভা ঘিরে মাদ্রাসা ময়দানসহ এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X