শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
সরোয়ার আলমগীর
expand
সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে আদালত তার প্রার্থিতা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

সরোয়ার আলমগীর এর আগে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন তার প্রার্থিতা ফিরিয়ে পেতে। গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। এরপর ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের কারণে তার নাম ঋণ খেলাপি তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ চেম্বার আদালত বহাল রাখে।

এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

একই দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন মোড় এসেছে, এবং সরোয়ার আলমগীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X