শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের পথে তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টা ৪ মিনিটে গুলশান বাসা থেকে রওয়ানা হয়েছেন তারেক রহমান
expand
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টা ৪ মিনিটে গুলশান বাসা থেকে রওয়ানা হয়েছেন তারেক রহমান

নির্বাচনি সফরের অংশ হিসেবে ময়মনসিংহ সফরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টা ৪ মিনিটে গুলশান বাসা থেকে তিনি রওয়ানা হয়েছেন।

বিএনপির মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, তিনি দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

ময়মনসিংহের সমাবেশ শেষে যাত্রাপথে তিনি আরও দুটি জনসভায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

কর্মসূচি শেষে রাত ৮টায় তিনি গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X