শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে মির্জা ফখরুলকে লাঞ্ছিত করা হয়নি: রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
expand
নিউইয়র্কে মির্জা ফখরুলকে লাঞ্ছিত করা হয়নি: রিজভী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি বলে পরিষ্কার জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রিজভী।

তার ভাষায়, অন্তর্বর্তী সরকার যদি প্রকৃত সক্ষমতা দেখাতে পারত, তবে যারা ফ্যাসিবাদের সহযোগী, তারা এমন কর্মকাণ্ড ঘটাতে সাহস পেত না। সরকারের ব্যর্থতার কারণেই তারা দেশে-বিদেশে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

রিজভী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘ভয়ংকর ফ্যাসিবাদী শাসনের প্রতীক’ আখ্যা দিয়ে বলেন, নানা ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পনা চলছে। শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না।

এ সময় তিনি দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করেন। রিজভীর অভিযোগ, দুদক এখনও অর্থ লুটপাটকারীদের টাকা ফিরিয়ে আনতে পারেনি, বিচারও করতে ব্যর্থ হয়েছে। তার মতে, প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে আছে।

বিএনপির এই সিনিয়র নেতা আরও জানান, এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি— ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে হবে, যাতে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন