শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাক্ষাৎকার দিলেন কি না, সেই বিতর্কের মধ্যেই ফখরুল-সাংবাদিকের ছবি প্রকাশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়।
expand
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক বাংলা পত্রিকা ‘এই সময়’-কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দিয়েছেন কি না-এ নিয়ে যখন বিতর্ক চলছে, এর মধ্যেই নতুন করে সামনে এলো একটি ছবি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে প্রকাশিত খবরে পত্রিকাটি প্রথমে জেনেরিক ছবি ব্যবহার করলেও পরে সেটি সরিয়ে দিয়ে গুলশানে বিএনপি কার্যালয়ে তোলা ফখরুল ও কলকাতার সাংবাদিক অনমিত্র চট্টপাধ্যায়ের যৌথ ছবি প্রকাশ করেছে।

ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঢাকার গুলশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ‘এই সময়’। চলতি মাসের ৪ তারিখে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।’

প্রতিবেদনের ভেতরে আরও একটি আলাদা ছবি সংযোজন করে সেখানে উল্লেখ করা হয়, ‘খালেদা জিয়ার কার্যালয়ে ‘এই সময়’। নিজস্ব চিত্র।’

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত একটি সাক্ষাৎকারে ‘এই সময়’ লিখেছিল, জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেছে, তবে বিএনপি তাতে আগ্রহ দেখায়নি। এছাড়া সেখানে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লক্ষ্য বিএনপিকে ক্ষমতায় যাওয়া থেকে বিরত রাখা।

তবে বিএনপি দাবি করছে, এ সাক্ষাৎকার বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ভারতের পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত ওই বক্তব্য দেননি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশি গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হলেও সেগুলো ভুল। এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে ফখরুল জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন